শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এবং বিভাগীয় জাদুঘর পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।
বুধবার (২৭ জুলাই) বিকেলে পরিদর্শনকালে সচিব বলেন, আলোকিত সমাজ গড়ে তুলতে সকলকে সংস্কৃতিমনা হতে হবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সকল জাতির জন্য অমূল্য সম্পদ। এসম্পদ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে। এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করার জন্য প্রচার-প্রচারণার মাধ্যমে জাদুঘরে আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৮ জুলাই-২০২২//

Discussion about this post