খুলনার একটি হোটেলে শুরু হয়েছে ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
প্রশিক্ষণের আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ-সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ। প্রকল্পের নাম অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ।
শুক্রবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। সাংবাদিকদের নিয়ে ফ্যাক্টচেকিং বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে বিশেষজ্ঞরা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার করে যেভাবে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে তাতে সবচেয়ে চ্যালেঞ্জে আছেন সাংবাদিকেরা।
প্রশিক্ষণে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হবে। পরে তারা নিজ জেলায় আরও দশজন করে সাংবাদিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মান আরও বাড়বে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৭,২০২৩//