শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর থেকে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মেহেদী ওরফে কানা মেহেদী (৪০) নামের এক যুবক উধাও হয়েছে। সে নগরীর বঙ্গবাসী এলাকার মৃত মান্নানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তার পরিবারের দাবি, সিআইডি পরিচয়ে সাদা পোশাকধারীরা বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানার বাইপাস রোড থেকে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও নিয়ে গিয়েছে বলে দাবি পরিবারের।
স্থানীয়রা জানায়, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানার বাইপাস রোড থেকে সিআইডির পোষাক পরিহিত ৬/৭ জন ব্যক্তি তার মোটরসাইকেলসহ তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা সিআইডির খুলনা কার্যালয়ে গেলেও তার কোন খোঁজ পায়নি।
খুলনা সিআইডির মেট্টো শাখার এএসপি জিয়া উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, এ বিষয়ে তারা অবগত নন।
মেহেদীর স্ত্রী ববি বেগম বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন সন্ধ্যা ৭টার দিকে সিআইডির পোষাক পরিহিত কয়েকজন লোক তাকে তুলে নিয়ে গেছে। তারপর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।
আর//দৈনিক দেশতথ্য//২৫ আগষ্ট-২০২২

Discussion about this post