Print Date & Time : 9 May 2025 Friday 5:05 am

খুলনার আলোচিত অপহরণ মামলার ৪ আসামির জামিন

খুলনার আলোচিত রহিমা বেগম ‘অপহরণ’ মামলার ২২ দিন পর ৬ আসামির মধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে তদের জামিন প্রদান করেন।

জামিনপ্রাপ্তরা হলো, মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। এ মামলার আরও দুই আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে রয়েছেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কে এম ইকবাল হোসেন ।

এর আগে, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নেমে রহিমা বেগম আর বাসায় ফেরেননি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তার ছোট মেয়ে আদুরি আক্তার। এ মামলা তদন্তকালে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করে। সর্বশেষ আজ মঙ্গলবার ওই মামলার  ৪জন আসামি জামিন পেলেন।

এর আগে, নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর থেকে রহিমা বেগমকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//