Print Date & Time : 2 July 2025 Wednesday 12:17 am

খুলনার ডুমুরিয়ায় ভূয়া ডাক্তার গ্রেফতার

খুলনার ডুমুরিয়ার চেচুঁড়ী বাজার থেকে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল। সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার চেচুঁড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।

খুলনা র‌্যাব ৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার চেচুঁড়ী বাজারে বিশ্বজিৎ রানা হেমিও ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠান খোলেন। এর পর থেকেই ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করে ওই এলাকার মানুষের চিকিৎসা করে আসছিলেন। এছাড়া তিনি নারী, শিশু, ক্যান্সার ও হাতের রেখা দেখে চিকিৎসা দেন বলেও জানা গেছে।

তিনি প্রতারণার আশ্রায় নিয়ে গ্রামের সহজ সরল মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে ও সেখান থেকে বিভিন্ন প্রকার চিকিৎসার সরঞ্জামদি উদ্ধার করা হয়।সর্বশেষ তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//