Print Date & Time : 11 May 2025 Sunday 12:00 am

খুলনার হাবিব হত্যা মামলার রায় পেছাল

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: পেছালো খুলনায় আ‌লো‌চিত হা‌বিব হত্যা মামলার রায়। একইসাথে আগামী ১৭ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন খুুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌লের বিচারক সাইফুজ্জামান হি‌রো।

বৃহস্প‌তিবার (১১ আগস্ট) সকাল ১০ টার দি‌কে বিচারক এজলাসে উপ‌স্থিত হয়ে বেলা সোয়া ১১ টার দি‌কে তি‌নি মামলার রায় এখনও প্রস্তুত না হওয়ায় আগামী এই দিন ধার্যের কথা জানান।
এসময় আলোচিত হত্যা মামলার ৩ জন আসামি এজলাসে উপস্থিত ছিলেন। তবে এ হত্যা মামলার প্রধান দুই আসামি পলাতক রয়েছে বলে আদালত সূত্র জানিয়েছেন।

এর আ‌গে নিরাপত্তা রক্ষায় আদালতে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//