Print Date & Time : 4 July 2025 Friday 8:21 pm

খুলনায় অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে জরিমানা

খুলনায় অতিথি পাখি শিকার ও বিক্রিকালে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

শীতের এসব অতিথি পাখির মধ্যে রয়েছে ডোমকুর ১৯টি ও একটি হাঁস পাখিসহ সর্বোমোট ২০টি। পরে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়ক থেকে ওই পাখি বিক্রেতাকে আটক করে পুলিশ।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, আজ সকালে ২০টি অতিথি পাখিসহ সরোয়ার গাজী নামে এক পাখি শিকারীকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাখি শিকার ও বিক্রয় চেষ্টার দায়ে সরোয়ার গাজীকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন -২০১২ এর ৩৮ (১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা সুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//