Print Date & Time : 25 August 2025 Monday 3:10 pm

খুলনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সভা

শেখ দীন মাহমুূদ,খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির এক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (০৯ মে) সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজ ও দেশের কাছে প্রবীনদের অধিকার রয়েছে। সরকারি কর্মচারীদের চাকুরি শেষে পেনশন প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা ও ভোগান্তি দূর করার চেষ্টা করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সভাপতির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সরকারি কর্মচারীদের অবদান ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। দেশের জন্য এখনো আমাদের অনেক কিছু করার আছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মাহবুব হাসান।মতবিনিময় সভায় সমিতির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//