শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
খুলনার নিউমার্কেট এলাকা থেকে ৫ বস্তা ওষুধসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ওষুধগুলোর বৈধতা যাচাইয়ের চেষ্টা করছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ওষুধগুলো উদ্ধার হয়।
আটকৃতরা হলো, নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার ইয়াসিন (৪০), ইমন (২০) এবং আজগর (২২)। তাদের মধ্যে ইয়াসিন ওই ওষুধের মালিক এবং অন্য দুইজন ইজিবাইকের চালক। তারা পালাক্রমে ইজিবাইকটি চালাতেন বলে জানাগেছে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এক ব্যক্তি বরিশাল থেকে বিআরটিসির বাসে করে সন্ধ্যা ৬টার দিকে নিউমার্কেট এলাকায় পৌঁছান। তিনি পাঁচটি প্লাস্টিকের বস্তাভর্তি ওষুধ নিয়ে নগরীর টুটপাড়া এলাকায় যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ওইসময় সেখানে কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট অবৈধ ওষুধ কারবারি সন্দেহে ওই তিনজনকে আটক করেন।
সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ওষুধগুলো সরকারি বা অবৈধ কি না তা যাচাইয়ের কাজ চলছিল। সন্দেহের সত্যতা সাপেক্ষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
জামাল, ২৮ এপ্রিল,২০২২

Print Date & Time : 12 May 2025 Monday 8:41 am