শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: গতকাল পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে
খুলনায় এসেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২০মে) দুপুরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গতকাল অন্যায়ভাবে এবং
সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর বর্বোরোচিত আক্রমণ করা হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল,
যেখানে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেই হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে দেখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে খুলনায় পাঠিয়েছেন।
এসময় হাসপাতালে তার সাথে খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এসএম শফিকুল আলম
মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান
বাপ্পী, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নুসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post