Print Date & Time : 5 July 2025 Saturday 1:42 pm

খুলনায় ইয়াবাসহ আটক ২

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় ১৫ হাজার চার’শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আকাশ হোসেন(২০) ও অপর কিশোর অপরাধী মোঃ জিসান(১৬) দুজনেই দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন কানাহারডাঙ্গা দোলাবাড়ীর বাসিন্দা।

বুধবার(৬ এপ্রিল) রাত সাড়ে দশটায় হরিণটানা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জিরোপয়েন্ট মোড়ের কাশেমের চায়ের দোকানের সামনে থেকে আকাশ কে আটক করা হয়। একইসাতে কিশোর অপরাধী মোঃ জিসান(১৬) কে১৫ হাজার চার’শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী ও কিশোর অপরাধীর বিরুদ্ধে হরিণটানা থানায় -২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-০২,

দৈনিক দেশতথ্য//এল//