শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত রোববার (১০ জুলাই) সকাল ৮ টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়েছে। টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ জামাতে ইমামতি করেন।
বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদুল আজহার দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৮ টায় ১ম জামায়াতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ।
নগরীর আল হেরা জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায়।
ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সোয়া ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হয়।
সোলায়মান মিনারা জামে মসজিদ ও বাংলাদেশ ব্যাংক কোয়াটার জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নগরীর তারের পুকুরপাড় আল হেরা জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয় । প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
নগরীর ইকবাল নগর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হয়।
শেখপাড়া পুরাতন জামে মসজিদে একটি জামাত সকাল ৭টায় ও নগরীর বড় মির্জাপুর এলাকার ইউসুফিয়া জামে মসজিদে সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুল মালেক জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল(ডিগ্রী) মাদরাসা ঈদগাহে সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হয়।
মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডের বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স এবং রূপসা ফেরিঘাট হযরত আবুবকর সিদ্দিকী (রা.) মসজিদে সকাল ৮টায়, সোনাডাঙ্গা হাফিজ নগরস্থ দারুল বারাকাত জামে মসজিদে সকাল সোয়া ৭টায় এবং মসজিদে আমানাতে সকাল সাড়ে ৭টায় একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মুজগুন্নী আবাসিক এলাকার বাইতুল মামুর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সরকারি বিএল কলেজে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দৌলতপুর পশ্চিমপাড়া বাইতুল কোবা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রায়ের মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হয়।
দক্ষিণ টুটপাড়া মহির বাড়ি বড়খালপাড়স্থ আল আমিন জামে মসজিদে সকাল সোয়া ৭টায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস নামাজে ইমামতি করেন।
এছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজ শেষে মোনাজাতে আল্লাহর নিকট সর্বোস্তরের মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এছাড়াও সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রর্থনা করেন।
মোনাজাত শেষে মুসল্লীরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post