Print Date & Time : 10 May 2025 Saturday 8:25 am

খুলনায় উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
খুলনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ নভেম্বর সার্কিট হাউজ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর সকাল নয়টায় উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউজ মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। পরে একই স্থানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ১৭ নভেম্বর বিকাল চারটায় মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মেলা চত্বরকে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি প্যাভিলিয়নে ভাগ করা হবে। খুলনা জেলার প্রতিটি উপজেলা থেকে তিনটি করে মোট ২৭টি উদ্ভাবনী উদ্যোগসহ মেলায় সেবা প্রদানকারী ৫০টি অধিক সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহণ করবে।

কনফারেন্সে জেলা প্রশাসক বলেন, খুলনার ডিজিটাল উদ্ভাবনী মেলায় সকল সরকারি দপ্তরের ডিজিটাল সেবাগুলো প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ বক্তৃতা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//