শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার লবনচরা থানায় দায়েরকৃত হামলা, মারপিট ও ভাংচুরের মামলায় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। এছাড়াও উক্ত মামলার অপর দু’ আসামির একদিনের রিমান্ড পেয়েছে
পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারী) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক মো: আলামিন এ নির্দেশ প্রদান করেন।
লবনচরা থানার অফিসার মো: এনামুল হক জানান, গত রোববার রাতে লবনচরা এলাকার একটি দোকানে ঢুকে হামলা, ভাংচুর ও ওই দোকানের কর্মচারীকে মারপিটের ঘটনায় ওই এলাকার ব্যবসায়ী মনির ওয়ার্ড কাউন্সিলার মিঠুসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর ওই মামলায় গত সোমবার ভোর রাতে মিঠুসহ আরও দু’জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরও তিনজন পুলিশের হাতে আটক হলে ওইদিন তাদের বিরুদ্ধে মামলার
তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত শুনানির দিন ধার্য করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ হামলা,মারপিট ও ভাংচুর মামলার আসামিদের মধ্যে কাউন্সিলর আরিফুর রহমান মিঠুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও অপর দু’ আসামি মজিবর ও শামসুরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মজিবর ও শামসুরকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//