Print Date & Time : 2 July 2025 Wednesday 11:20 am

খুলনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মশালা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মশালা মঙ্গলবার (৫ জুলাই) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এই কর্মশালার আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. এমএ রফিক সরকার।

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি খুলনার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসেম আলী আকাশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

কর্মশালায় অতিথিরা বলেন, সরকারের ১২২টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, যার অনেকগুলো নারীদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে ভাগ হয়ে আধুনিক প্রযুক্তিতে নারীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে মতামত তুলে ধরেন। খাদ্য নিরাপত্তায় বীজের ভাল মান এবং সহজলভ্যতা যেমন জরুরি তেমনি নিরাপদ তথা স্বাস্থ্যকর খাবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিতে নারীর অংশগ্রহণকে আরো এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিকে সহজলভ্য করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন তারা।

দৈনিক দেশতথ্য//এল//