খুলনায় সস্ত্রীক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে অচেতন করে মেয়েকে ধর্ষণ ও লুটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন।
বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, খুলনার ডুমুরিয়া উপজেলার সুতিনী ফৌজদারের ছেলে গোবিন্দ ফৌজদার(৩০), বটিয়াঘাটার চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস(৩৫), ডুমুরিয়ার প্রশান্ত ফৌজদারের ছেলে ধীমান ফোজদার(৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ডিসেম্বর রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় নগরীর হরিণটানা থানাধীন ঘোলা গ্রামস্থ জনৈক প্রনব কুমার মল্লিকের বাড়িতে ৩জন অজ্ঞাতনামা ব্যক্তিরা দস্যুতা ও গণধর্ষণসহ স্বর্ণালংকার লুণ্ঠন করে। সর্বশেষ লুণ্ঠিত মালামালসহ গণধর্ষণ ও দস্যুতায় জড়িত ওই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post