Print Date & Time : 23 April 2025 Wednesday 9:28 pm

খুলনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলার রূপসা উপজেলার নৈহাটীর রামনগর থেকে শান্তা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে নৈহাটীর সোহাগ তালুকদারের স্ত্রী।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

রূপসা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শান্তা বেগম নামের ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে শান্তার মা সালমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

//এস//