Print Date & Time : 10 May 2025 Saturday 9:52 pm

খুলনায় ঘর পেলেন আরও ৩৫৪ ভূমি ও গৃহহীন পরিবার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সারা দেশে ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে উপকারভোদীদের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। এসময় অনেকে আবার আবেগাপ্লুত হয়ে পড়েন

ভিডিও কনফারেন্সিং এ খুলনা জেলার রূপসা উপজেলায় ২০টি, তেরখাদায় ৫২টি, ডুমুরিয়ায় ৯০টি, পাইকগাছায় ৪৭টি, দাকোপে ১০টি, কয়রায় ১০টি ও বটিয়াঘাটা উপজেলায় একশত ২৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার জেলার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে সরাসরি উপজেলার একশত ২৫টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করেন।

দৈনিক দেশতথ্য//এল//

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশের একটি মানুষও যেন ভূমি ও গৃহহীন না থাকে। মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপকারভোগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।