শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সিটি মেয়রের আহ্বানে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত
করেছে চিকিৎসকদের সংগঠন বিএমএ।
শনিবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক কালে
কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত রাখার আহ্বান জানান। পরে দুপুরে বিএমএ তারা বৈঠক করে সেই আহ্বানে ঐক্যমত পোষণ করে কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত করেন। তবে আজ সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার (১২ মার্চ) রাত ৮টায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠকের কথা রয়েছে।
এব্যাপারে বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল
হোসেন রোববার রাত ৮টায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন।
চিকিৎসকদের অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি খুলনার একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন পুলিশের এএসআই নাঈম। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে গত ১ থেকে ৪ মার্চ কর্মবিরতি পালন করেন জেলার সকল চিকিৎসকরা। ৪ মার্চ মেয়রের আশ্বাসে তারা এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//