খুলনায় ২ লাখ ৭৪ হাজার টাকার জাল নোটসহ চক্রের দু’ সদস্যকে আটক করেছে র্যাব ৬ ।
গতকাল রাত ২ টায় লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকায় র্যাবের অভিযানে তাদের আটক করা হয় ।
গ্রেফতারকৃত আসামিরা হল, ঝালকাঠির রাজাপুর থানার বাসিন্দা আলী খানের ছেলে আব্দুর রহিম খান(৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার(৪৮)।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ লাভের আশায় জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের লবনচরা থানায় হস্তান্তর পূর্বক সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post