Print Date & Time : 2 July 2025 Wednesday 12:47 pm

খুলনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রবিবার (০৮ মে) সকালে জেলা
প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে
অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, ধর্মীয় উষ্কানিমূলক যেকোন
বিষয়ে সবাইকে অধিক সচেতন থাকতে হবে। কোথাও সাম্প্রদায়িক ঘটনা কিংবা
সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিষয়ক তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা
রক্ষাকারীবাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের দৃষ্টি আর্কষণ করেন।
তিনি বলেন, পুলিশের থানা বা ফাঁড়িতে মামলা দায়ের করার ক্ষেত্রে
প্রতিবন্ধকতার শিকার হলে অবশ্যই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে
হবে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, আমাদের পাশের দেশ ভারতে করোনা
ভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড প্রতিরোধে
স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো বড় হাতিয়ার। খুলনা জেলায় করোনা টিকার প্রথম
ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ৬৮ শতাংশকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে
বুষ্টার ডোজ গ্রহণের হার সন্তোষজনক নয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বিগত মাসে খুলনা
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে জানান, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত
এপ্রিল মাসে ১৭৩ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত মার্চ মাসে জেলায়
দায়ের হওয়া মামলা থেকে ১৬টি বেশি।

খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৩২ টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা হতে ১৩টি কম ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর
মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য
সদস্যরা অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//