শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি : খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এপ্রিল মাসের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ
আক্তারুজ্জামান বাবু তার বক্তব্যে সমাজে কিশোর গ্যাং এর তৎপরতা বেড়ে গেছে
উল্লেখ করে বলেন, এর পেছনে মাদকের প্রভাব রয়েছে। আর মাদক নির্মূলে
সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় স্কুল-কলেজ এলাকার দোকানে সিগারেট
বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার তার বক্তব্যে বলেন, মাদক চক্রের
শক্ত নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়ার জন্য পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। মাদকের
বিস্তারের কারণে সমাজে অপরাধের সংখ্যা বৃদ্ধি পায়। এসময় তিনি মাদক,
সন্ত্রাস, চুরি, ধর্ষণ ও নাশকতা নিমূর্লে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে
কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, করোনায় মৃত্যুহার বর্তমানে শুন্যতে
নেমে এসেছে। একই সময়ে করোনার শনাক্তের হারও কমেছে। খুলনা বিভাগে প্রথম,
দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে মোট ৪২ লাখ ২৬ হাজার সাতশত ৩০ জনকে করোনা
ভ্যাকসিন প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ কমায় স্বাস্থ্যবিধি
মানা ও মাস্ক পরার বিষয়ে অবহেলার সুযোগ নেই। মসজিদসহ সকল ধর্মীয়
প্রতিষ্ঠানে মাস্ক পরিধান করতে হবে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূলের জন্য টাস্কফোর্স গঠন
করে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। মাদকের মামলা পরিচালনার ক্ষেত্রে
সরকারি আইনজীবীদের আরো কৌশলী হওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। নিত্য
প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে মনিটরিং জোরদার
করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর
মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য
সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//