শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: চলন্ত ট্রেনের ধাক্কায় খুলনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী আব্দুল আজিজ যশোরের গদখালী উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের জনৈক আতিয়ার রহমানের ছেলে। খুলনায় থেকে লেখাপড়া করতো সে।
এলাকাবাসি জানায়, সোমবার দুপুর ১ টার দিকে খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় সকাল থেকে ঘোরাঘুরি করছিলেন। এর পর দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে শিরোমনি হাবিব বিল্ডিংয়ের সামনের রাস্তার পশ্চিম দিকে হাটা শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পর বেনাপোলগামী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দিলে রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো: খবির আহমদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছেন। ছেলেটি কী কারণে সেখানে অবস্থান করছিলেন তা এখনও জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
রেলওয়ে থানার এ এস আই ভবেশ কুমার এলাকাবাসির বরাত দিয়ে জানান, সকাল থেকে ওই শিক্ষার্থী মনমরা হয়ে ঘোরাঘুরি করছিল। কখনও ট্রেন লাইন আবার কখনও রাস্তা ধরে। একপর্যায়ে দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে দিকে রেল লাইন ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল সে। এর কিছুক্ষণ পরে বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে অপর প্রান্তে গিয়ে ছিটকে পড়ে। ধাক্কায় তার হাত পা সহ শরীরের অন্যান্য অঙ্গ ভেঙ্গেগিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সর্বশেষ মরদেহের সুরাতহাল রিপোর্ট শেষে দৌলতপুর রেলফাঁড়িতে প্রেরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ বুঝে নেওয়ার জন্য তারা খুলনায় আসছেন বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//