Print Date & Time : 14 May 2025 Wednesday 6:11 am

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমা (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ইমা বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা এলাকার বাসিন্দা ইউনুস আলীর মেয়ে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলনা সিভিল সার্জন অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর বাড়ি ফিরেছেন ১৪ জন। একইসময়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

বর্তমানে জেলার হাসপাতালগুলোতে সর্বোমোট ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। আর চলতি বছরে সর্বোমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/