জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীদের অনিদিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করে খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট খুলনার নিউমার্কেট এলাকায় আয়োজিত প্রস্তুতি সভায় জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। তবে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরকার দাবি পূরণ না করায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখে সংশ্লিষ্টরা।
সর্বশেষ রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post