Print Date & Time : 11 May 2025 Sunday 3:40 am

খুলনায় দু’ প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বুধবার (৮ জুন) খুলনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে খুলনা মহানগরীর আফিলগেট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে

অভিযানে প্রচুর পরিমাণ মূল্য বিহীন ও মেয়াদত্তীর্ন ওষুধ রাখায় নিউ গাজী ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের দায়ে এল স্টার এন্টার প্রাইজকে ২ হাজার টাকা সহ প্রশাসনিক ব্যবস্থায় সর্বোমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। উক্ত অভিযানে ৩ এপিবিএন শিরোমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা সার্বিক সহায়তা করেন।

দৈনিক দেশতথ্য//এল//