খুলনার হরিণটানার কৈয়া বাজার এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ মোঃ সুমন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে কৈয়া বাজারের মাহির স্টোর সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
মোঃ সুমন (১৯) হরিণটানা থানার নুর ইসলামের ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ আগস্ট) গোপন সংবাদ পেয়ে, কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও চোরাচালান এর উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে হরিনটানা থানাধীন অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ সুমনকে গ্রেফতার ও একই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।
এ খবর প্রকাশের আগে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছিল।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post