শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কেএমপি’র পক্ষ থেকে খুলনা মহানগরীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (২৫ জুন) নগরীর শিববাড়ি মোড়ে সকাল ৯ টার সময় অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে র্যালিটি নগরীর শিববাড়ি মোড় হতে শুরু হয়ে ডাকবাংলা এবং পিকচার প্যালেস মোড় হয়ে শহীদ হাদীস পার্কে এসে শেষ হয়।
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ খুলনা মহানগরী কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post