Print Date & Time : 5 July 2025 Saturday 8:23 am

খুলনায় পলাতক আসামি গ্রেপ্তার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

খুলনায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আশ্রাব আলী শেখ পিরোজপুর সদর থানা এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানাযায়, গত ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর আশ্রাব আলীকে পিরোজপুর জেলার সদর থানাধীন ভৈরামপুর এলাকা থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। উক্ত মামলায় আসামি আশ্রাব আলীর ১০ বছরের সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

এর পর গত ২১ নভেম্বর র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকা পিরোজপুরের ওই আসামী খুলনার সোনাডাঙ্গা এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে আশ্রাব আলীকে গ্রেপ্তার করে।

সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//