শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (শুক্রবার) খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি
স্মার্ট বাংলাদেশ’। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)
আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কর্মস্থলের নিরাপত্তায় বিনিয়োগ হলো মালিকের
শ্রেষ্ঠ বিনিয়োগ। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত
স্বাস্থ্য ও নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। স্বাস্থ্য সম্মত ও শোভন
কর্মপরিবেশ সম্পর্কে মালিক, শ্রমিক ও সাধারণ মানুষদের মাঝে সচেতনতা
সৃষ্টি করতে হবে। সকল কলকারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা
জরুরি। অতিথিরা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।
বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ সামনে রেখে শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে
বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এজন্য আজ বিশ্বের একশটি গ্রীণ
কারখানার মধ্যে ৫০টি’র অধিক রয়েছে বাংলাদেশে।
খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন এবং খুলনা মহানগর
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন খুলনা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তরের উপমহাপরিদর্শন ডাঃ নবীন
কুমার হাওলাদার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন পেট্রোম্যাক্স এলপিজি’র
স্বাস্থ্য ও সেইফটির প্রধান জিয়াউল হাসান সেরনিয়াবাদ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//