Print Date & Time : 12 May 2025 Monday 9:43 pm

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল এবং শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

খুলনা আদালতপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এড. মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মজিবুর রহমান, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন,
এড. তৌহিদুর রহমান তুষার, শেখ ইমাম হোসেন, এড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, মাসুদ খান বাদল, খন্দকার ফারুক হোসেন, সাইদুৃজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শফিকুল ইসলাম শাহিন, মতলেবুর রহমান মিতুল, কাজী কামরুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম লিটন, মো. শহিদ খান, আব্দুল আলীম, নজরুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, মাজেদুল হক মাজেদ, ওহিদুজ্জামান হাওলাদার, মো. বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, নাজিম উদ্দিন শামীম প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//