Print Date & Time : 4 July 2025 Friday 10:47 pm

খুলনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সভা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করা যাবে না। সারা বিশ্বে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি স্বাস্থ্যগত সমস্যা। এন্টিবায়োটিকের ডোজ সম্পন্ন না করার ফলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে বিশ্বে প্রতিবছর সাত লাখ মানুষ মারা যাচ্ছে। যার একটি বড় অংশই আমাদের মতো স্বল্পোন্নত দেশের মানুষ। রোগের চিকিৎসায় সঠিকমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ইসমত আরা নদী, ডাঃ মোঃ বায়জিদ মোস্তফা, খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির উদ্দিন আহমেদ প্রমুখ।

সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডাঃ দোলনা খাতুন। স্বাগত জানান আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন।

এর আগে হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ চলবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//