শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এরপর চলছে ঘন ঘন লোডশেডিং। আর বৃষ্টি না থাকায়
নাভিশ্বাস উঠেছে খুলনাসহ গোটা দেশের র্কমজীবী মানুষের। এদিকে গরমের
তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা।। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত
হচ্ছে জনসাধারণের। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য খুলনায়
বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে ।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় খুলনার শহীদ হাদিস পার্কে ইসলামী
আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন খুলনা গোয়ালখালি ক্যাডেট স্কীম মাদ্রাসার মুহতামিম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ
মাওলানা আব্দুল আউয়াল। এতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে
আসেন আলেম ওলামা, সাধারণ মুসল্লিরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের খুলনা
মহানগর শাখার সভাপতি, ক্যাবল মিল জামে মসজিদের ইমাম ও জামেয়া রশিদিয়া
ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মুফতি আমানুল্লাহ, শেখ মো. নাসির উদ্দিন, মুফতি
ইমরান হোসেন, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মোঃ
শাহিন হোসেন, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের আবুল
কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন
মিয়া, আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোঃ মইন উদ্দীন, আবু
রায়হান, মাহদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, হাবিবুল্লাহ মেজবাহ।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা
করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও
ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও
দোয়া করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post