Print Date & Time : 22 April 2025 Tuesday 4:08 pm

খুলনায় বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে নির্দেশনা

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টা থেকে খুলনা মহানগরী এলাকায় অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক স্বাক্ষরিক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে। এ আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে।

এ অবস্থায় খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//