Print Date & Time : 24 August 2025 Sunday 4:24 pm

খুলনায় ভাসমান মরদেহ উদ্ধার

খুলনায় দাকোপের শিবসা নদীতে পড়ে নিখোঁজের এক দিন পর দেবদাস মন্ডল (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে নলিয়ান পল্টন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার সুতারখালী ইউনিয়নের দক্ষিণ নলিয়ান গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত নৃপেন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে দেবদাস এলাকার অন্যদের সাথে লঞ্চযোগে খুলনায় যান।

সভাশেষে তিনি নেতা কর্মী ও অন্যদের সাথে নির্ধারিত লঞ্চে ওঠেন। এরপর আনুমানিক রাত সাড়ে ৮ টার সময লঞ্চটি সুতারখালীর নলিয়ান পল্টুনে ভেড়ে। তখন লঞ্চ থেকে পল্টুনে নামতে গিয়ে পা পিছলে শিবসা নদীতে পড়ে যায় সে। তাৎক্ষণিক স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যার্থ হন।

এ ব্যাপারে সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, ঘটনার পর স্থানীয় ক্যাম্পের কোষ্টগার্ড ও ডুবুরিরা সর্বাত্মক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যার্থ হন। সর্বশেষ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে নিখোঁজ দেবদাসের লাশ নলিয়ান পল্টন এলাকায় ভেসে ওঠে। এরপর নিহতের লাশ এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা সনাক্ত করে থানা পুলিশকে জানায়।

সুতারখালী ইউনিয়ন বিটপুলিশে দায়িত্বরত দাকোপ থানার এস আই রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ভেসে ওঠা লাশটি নৌ পুলিশ, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও দাকোপ থানা পুলিশের সহাতায় উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় নিহতের স্বজনসহ এলকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//