Print Date & Time : 11 May 2025 Sunday 10:12 am

খুলনায় মহান মে দিবসের কর্মসূচী

শেখ দীব মাহমুদ, খুলনা প্রতিনিধি: আগামী ১ মে মহান মে দিবস পালন উপলক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

১ মে সকাল নয়টায় নগরীর জোড়াগেট থেকে বাংলাদেশ বেতার খুলনা পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া আগামী ৮ মে সকাল ১০টায় খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত থাকবেন।

দৈনিক দেশতথ্য//এল//