Print Date & Time : 15 May 2025 Thursday 12:44 pm

খুলনায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

খুলনায় প্রকাশ্যে দিবালোকে পলাশ হত‌্যাকা‌ন্ডের ঘটনার ২৪ ঘন্টারও অ‌ধিক সময় অতিবাহিত হ‌লেও ঘটনায় জ‌ড়িত কাউ‌কে আটক কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। যদিও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছে পুলিশ। এর আগে শুক্রবার গভীর রা‌তে নিহ‌তের মা বাদী হ‌য়ে ২৬ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে থানায় একটি মামলা দা‌য়ে ক‌রেন (যার নং ৩)।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু জানান, টুটপাড়ার এক‌টি প‌ক্ষের সা‌থে পলা‌শের দীর্ঘদি‌নের৷ বি‌রোধ চলে আসছিল। বৃহস্প‌তিবার দুপু‌রে পলাশ রূপসা বাজা‌রে মাছ বি‌ক্রি ক‌রে বাসায় ফির‌ছি‌লেন। একপর্যায়ে টুটপাড়া তালতলা ক্রস‌রোড পৌঁছা‌লে প্রতিপক্ষ ওই গ্রুপ তাকে ধাওয়া দেয়। প্রাণ ভ‌য়ে পলাশ রিক্সা থে‌কে লাফ দি‌য়ে জ‌নৈক দারা সা‌হে‌বের মাঠের দি‌কে দৌড় দেয়। দুর্বৃত্তরা তার পিছু নিয়ে তা‌কে ধ‌রে এলোপাথা‌ড়ি কোপা‌তে থা‌কে। পলাশ মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌লে তা‌কে ফে‌লে ওই দুর্বৃত্তরা চলে যায়।

এর আ‌গে পলা‌শের সা‌থে থাকা অপর যুবক ‌সৌরভ‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে তারা। তাৎক্ষণিক এলাকাবা‌সি তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গেলে সেখানে কতর্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

সর্বশেষ নিহ‌তের দাফন শে‌ষে রা‌তে মা বাদী হ‌য়ে ২৬ জ‌নের নাম উ‌ল্লেখসহ অজ্ঞত আরও ২০ জ‌নের বিরু‌দ্ধে একটি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। যার নং ৩। ওই মামলার এজাহা‌রে হত্যার কারণ হি‌সে‌বে পূর্ব শত্রুতার কথা উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে। হত্যাকান্ডে জড়িত আসা‌মিদের গ্রেপ্তারে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছে পুলিশ।

জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//