Print Date & Time : 26 August 2025 Tuesday 10:58 pm

খুলনায় সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার মুন্ডা নারী, আটক ৪

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ৩ নং কয়রা গ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর(মুন্ডা) এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ২ নং কয়রা গ্রামের মোঃ আব্দুল হক সানার ছেলে ওমর সাদিক(২৬), মোঃ সলেমান সরদারের ছেলে ইমরান হোসেন(২৭), নজরুল সানার ছেলে শাহ আলম (২২), ৪নং কয়রা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে জুবায়ের হোসেন(২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী বলেন, গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩ নং কয়রা গ্রামে এক মুন্ডা নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনার সাথে জড়িত ৪ জনকে থেকে আটক করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, এই ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//