Print Date & Time : 26 August 2025 Tuesday 9:06 am

খুলনায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান বাচ্চু নামে ষাটোর্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) নগরীর হরিণটানা থানা এলাকার জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু (৬৫) নগরীর দারোগাপাড়া এলাকার মসজিদ লেনের বাসিন্দা মাহাবুবের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জিরোপয়েন্ট থেকে বাচ্চু রাস্তা পার হয়ে শিকদার মার্কেটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

তাৎক্ষনিক কয়েকজন পথচারী থানায় খবর দিলে তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় নিহতের কোমর থেকে পা পর্যন্ত ড‌্যা‌মেজ হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়‌নি বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//