শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়রা গ্রামের বিলের মধ্য থেকে ওই মাংস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল কাইয়ুম সোমবার রাত ১০টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে কয়রা গ্রামের জনৈক মতি সাংবাদিকের বাড়ি সংলগ্ন বিলের ভেতরের ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ১৮ কেজি হরিণের মাংস উদ্ধার করে।
এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাংসগুলো আজ মঙ্গলবার বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//