খুলনার ডুমুরিয়ায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ডুমুরিয়া থানা পুলিশ সহ খুলনা জেলা পুলিশের ৪টি চৌকস টিম খুলনা, যশোর ও সাতক্ষীরাসহ ৩ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, আটকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি কাটার, ১টি লোহার শাবল, ২টি লোহার রড ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া লুন্ঠিত মালামালের মধ্যে স্বর্নালংকার বিক্রির ২৭ হাজার ৮০০টাকা, ১টি সোনার আংটি ও ৫টি বালা উদ্ধার করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে একদল ডাকাত জোরপূর্বক ডুমুরিয়া থানাধীন বরাতিয়া গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে রায়হান সরদার ও সিরাজুল মোল্যার বাড়িতে ঢুকে পুরুষ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা নগদ টাকা, ৪ ভরি ১০ দশ আনা স্বর্নালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এ ঘটনায় রায়হান সরদার বাদী হয়ে রোববার ডুমুরিয়া থানায় একটি মামলা করেন, যার নং-২৬।
এরপর খুলনা জেলা পুলিশের ৪টি টিম ৩ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। রোববার বিকাল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস এলাকা থেকে মাজেদুল সরদার (৩৪) নামে একজনকে আটক করে, তার বাড়ি যশোর জেলায় বলে জানা যায়।
এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি গ্রাম থেকে রফিকুল ইসলাম শেখ (৪২), সাতক্ষীরা সদরের সাইদুল গাজী (২২), মোসলেম শেখ (৬০), আলমগীর মীর (২৫), সিদ্দিক শেখ (৩৫) এবং খুলনা মহানগরীর গল্লামারী এলাকা থেকে সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০) কে আটক করে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post