Print Date & Time : 12 May 2025 Monday 5:24 pm

খুলনা জেলা পরিষদ নির্বাচন: পাইকগাছায় রবিউল সদস্য নির্বাচিত

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা পরিষদ নির্বাচন। পরিষদের ৩নং পাইকগাছা ওয়ার্ডে সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমবারের মত ভোটারদের শতভাগই ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওয়ার্ডটি চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৭৮ ভোট পেয়েছেন মোটর সাইকেল প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের প্রার্থি এসএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬৩ ভোট, এছাড়া অপর প্রতিদ্বন্দ্বি ডা: শেখ বাহারুল আলম পেয়েছেন ৫ ভোট।

সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাহার আক্তার, ৪৩ ভোট পেয়েছেন লাটিম প্রতীকের নাজমা খাতুন, ২৬ ভোট পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জয়শ্রী রায়, টেলিফোন প্রতীক নিযে রওশানারা পয়েছেন ৫ ভোট, ৩ ভোট পেয়েছেন হরিণ প্রতীকের জয়ন্তী রানী সরদার, ২ ভোট পেয়েছেন বিজলী বৈদ্য ও মাধুরী মন্ডল, এছাড়া নিলিমা রানী চক্রবর্তী কোন ভোট পাননি।

সাধারণ পুরুষ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম গাজী রবি, তার নিকটতম এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর তালা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট, ৭ ভোট পেয়েছেন বক প্রতীকের কৃষ্ণপদ মন্ডল, আ: রাজ্জাক রাজু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট, এছাড়া ২ ভোট পেয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে সালমান আলী শেখ।

নির্বাচন কমিশন সূত্র জানায় নির্বাচনে ওয়ার্ডের ১৪৬জন ভোটারের সকলেই ভোট প্রদান করেছেন। নির্বাচন চলাকালীন কেন্দ্রের ভিতর-বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রবেশদ্বার থেকে কেন্দ্রের আশ-পাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। প্রত্যেক প্রবেশকারীকে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। কেন্দ্র পরিদর্শন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মুনিম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

প্রসঙ্গত, এবারই প্রথম ইভিএম (ইলেকট্রিক) পদ্ধতিতে উপজেলার ভোটাররা ভোট প্রদান করেছেন। এজন্য ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

সকলের সহযোগিতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//