Print Date & Time : 2 July 2025 Wednesday 5:44 am

খুলনা জেলা পরিষদ নির্বাচন:পাইকগাছায় প্রচারনায় এগিয়ে সাংবাদিক রাজ্জাক

আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা ৩ নং ওয়ার্ড থেকে সদস্য পদপ্রার্থী কপিলমুনি প্রেসক্লাবের সাধোরণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি,এম আব্দুর রাজ্জাক রাজু এগিয়ে।

তিনি মঙ্গলবার কপিলমুনি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন তিনি একজন সংবাদকর্মী। দল ও দলের বাইরে তিনি একজন সংবাদকর্মী হিসিবে প্রথম থেকেই সাধারণ নীপিড়িত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেন। তরুণ সমাজ সেবক হিসেবে উপজেলাবাসীর কাছে সর্বজনবিদিত মানুষ। তিনি নির্বাচিত হলে কাজ
করতে সার্বক্ষণিক সাধারণ মানুষের জন্য সময় দিতে পারবেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস,এম, মুস্তাফিজুর রহমান পারভেজ, দীপ্ত নিউজ২৪.কম’র সম্পাদক ও প্রকাশক এবং বিএমএসএস’র খুলনা বিভাগীয় সহ-সভাপতি শেখ দীন মাহমুদ, সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত, এইচ,এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, পলাশ কর্মকার, মিলন দাশ, তপন পাল, উদীয়মান সাংবাদিক শেখ নাদীর শাহ্, মনিরুল ইসলাম, অলিউল্ল্যাহ, শেখ আব্দুল আলীম, প্রীতিশ মন্ডল, আব্দুস সালামসহ অন্যান্যরা।

পাইকগাছা ৩ নং ওয়ার্ড থেকে এবার মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ইতোমধ্যে একজন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা পরিষদের সাবেক নির্বাচিত দু’দুজন সদস্য এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তম্মধ্যে আব্দুল মান্নান গাজীর স্থলে তারই ছোট ভাই রবিউল ইসলাম নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে অপর নির্বাাচিত সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু নির্বাচন থেকে সরে আসায় প্রার্থী হয়েছেন তারই ভ্রাতুষ্পুত্র আইনজীবি শেখ তৈয়ব হোসেন নূর। সেক্ষেত্রে হেভিওয়েটদের দু’জন সদস্য নির্বাচন থেকে সরে আসায় ত্রি-মুখী নির্বাচনের সম্ভাবনা রয়েছে ওয়ার্ডে। ধারণা করা হচ্ছে, জি,এম আব্দুর রাজ্জাক রাজুর সাথে এ্যাড. শেখ তৈয়েব হোসেন নূর ও রবিউল ইসলামের মধ্যে ত্রিমুখী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সংবাদকর্মীরা জি,এম আব্দুর রাজ্জাক রাজুর পক্ষে সমর্থন দিয়ে ভোটারদের কাছে তার জন্য ভোট প্রার্থনা করেছেন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সকলের প্রত্যাশা অঅগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা জেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা ৩ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ সমর্থন পেয়ে রাজ্জাকই নির্বাচিত হবেন। ততক্ষণে অপেক্ষা করতে হবে ১৭ অক্টোর ভোটগ্রহন
পর্যন্ত।

জা// দেশতথ্য// ১১ অক্টোবর ২০২২//