Print Date & Time : 2 July 2025 Wednesday 7:06 am

খুলনা বিআরটিএ থেকে ২৫ দালাল আটক

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে র‌্যাব। পরে
এর মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা
থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ জনের বিরুদ্ধে
অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল
আমিন।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান,
খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে
যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা
তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের
প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়।

রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব অভিযোগের প্রেক্ষিতে খুলনা
বিআরটিএতে অভিযান চালিয়ে মোট ৩০ জন দালালকে আটক করা হয়। পরে অভিযোগ
প্রমাণিত না হওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১১,২০২২//