খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ – ব্রঞ্জ পদক অর্জন করলো এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান শিমুল ও এডুকেয়ার রেসিডেন্স ও ডে কেয়ার এর টিচার্স আব্দুর রহমান।
গত ৪ অক্টোবর বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর উদ্যোগে ‘তারুণ্যের উৎসব এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপ আয়োজন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থা খুলনা ও জেলা ক্রীড়া সংস্থা যশোর।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলার রায়হানুল ইসলাম সুরুজ এর পুত্র সাজ্জাদুর রহমান শিমুল।সে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের গর্বিত ছাত্র। সাথে ছিলেন এডুকেয়ার রেসিডেন্স ও ডে কেয়ারের শিক্ষক আব্দুর রহমান ২ জন ই ৩য় স্থান অর্জন করেন। শিমুলের তায়কোয়ানডো খেলায় এবারই প্রথম অংশগ্রহণ তাই অনেক বিচলিত ছিল। সবশেষে সফলতা ধরা দেয়। শিমুল ৮০ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক পাওয়ার সৌভাগ্য লাভ করেন। এবং আব্দুর রহমান ৫৫ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় খুলনা বিভাগের সকল জেলা অংশগ্রহণ করেন প্রায় ২৫০ খেলোয়াড়। প্রতিযোগিতায় পুমসে ও ফাইট দেখানো হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ এবং সভাপতি ছিলেন জনাব মোঃ আজহারুল ইসলাম জেলা প্রশাসক যশোর। আলোচকরা বলেন সুস্থ ধারার ক্রিয়া অভ্যহত রাখার জন্য এ সকল প্রোগ্রামের কোন বিকল্প নেই। ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলা আরো কিভাবে অগ্রসর করা যায় এটা নিয়ে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রতিভাবানদের খুঁজে জায়গা করে দিতে হবে। তাহলে দেশ ক্রীড়াঙ্গনে আরো এগিয়ে যাবে। অপরদিকে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সোহেল রানা মানিক স্যার বলেন-শিমুলের সাফল্যে আমার গর্বিত এডুকেয়ার পড়ালেখার দিক দিয়ে যেমন ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ঠিক তেমনি খেলাধুলাসহ বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি তে সাফল্য ধরে রাখছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল স্যার বলেন মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প কিছুই নেই।তাই বাচ্চাদের কে খেলাধুলার প্রতি উৎসাহ দিতে হবে। বিশেষ করে এখনকার যুব সমাজ মাদকের মতো ভয়াল থাবায় নিমজ্জিত। খেলাধুলা মনকে যেমন উজ্জীবিত রাখে ঠিক তেমনি মাদকাসক্ত হওয়া ও অনলাইন আসক্তি হওয়া থেকে বিরত রাখে। এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এ সাফল্য অব্যাহত থাক এটাই তিনি কামনা করেন