কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন খুলনা বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য জেলার পর এ্যাড. এজাজ আহমেদ মামুন এবার বিভাগ পর্যায়েও শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো.জিল্লুর রহমান চৌধুরী, সদস্যসচিব মো.মোসলেম উদ্দিন প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগের উপপরিচালক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইকা সিদ্দিকা জানান, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য উনাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ২০২২ মনোনীত করা হয়েছেন। তার সহযোগিতার মাধ্যমে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু,ডিজিটাল হাজিরা নিশ্চিতকরন, বিদ্যালয়ে বিদ্যুতায়তন করে মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও অনলাইনের মাধ্যমে পাঠদান করার পদ্ধতি চালু করা, প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে শিক্ষাবৃত্তিচালু করন, শিক্ষার্থীদের যাতায়াতে বাই সাইকেল প্রদান, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী বিতরণ, প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নার, সততা স্টোর নির্মান ও বাস্তবায়ন সহ নানান অবদানের জন্য দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন। এরআগে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এ গৌরব অর্জন করেছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান।
আমার বাবা সাবেক সংসদ সদস্য মহুরম আফাজ উদ্দিন আহমেদ দীর্ঘদিন দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দলের নেতাকর্মীদের সুখে দুখে সব সময় তাদের পাশে ছিলেন তিনি। আমার বাবার আদর্শে আমি সব সময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে মানুষের সেবা করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে চলেছি। আগামীতে আমি এই উপজেলার মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
এবি//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৪,২০২২//

Discussion about this post