Print Date & Time : 4 July 2025 Friday 10:08 am

খুলনা বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উদযাপিত

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যলয়ের মন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে হাদী চত্বর হয়ে কটকা পৌঁছে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। এর আগে সকাল ৯ টায় মন্দিরে পূজা, ভজন ও সংকীর্তন অনুষ্ঠিত হয়।

র্যালী শেষে মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে শ্রীকৃষ্ণের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরী, প্রফেসর ড. তুহিন রায়, মন্দির কমিটির অর্থ সম্পাদক ড. শিমুল দাশ, কর্মকর্তাদের মধ্যে রমা দাশ ও শিক্ষার্থীদের মধ্যে অমৃত বিশ্বাস।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//