Print Date & Time : 10 May 2025 Saturday 7:33 pm

খুলনা শিপইয়ার্ডের নির্মানাধীন জাহাজের আগুন নিয়ন্ত্রণে

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা শিপইয়ার্ডের নির্মাণাধীণ জাহাজের আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা শিপইয়ার্ডের একটি নির্মাণাধীন জাহাজে আগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। সর্বশেষ পৌনে এক ঘন্টা চেষ্টার পর অগ্নিকান্ড নির্বাপন করতে সক্ষম হয়। আগুন নেভাতে ৫ টি ইউনিটের ৩২ জন সদস্য কাজ করেছেন। তবে ক্ষতির পরিমাণ এখন নিরুপণ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আর//দৈনিক দেশতথ্য//১৭ আগষ্ট-২০২২