হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি)
মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার (৭ মে) সকাল ১১ টার দিকে খুলনার
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ প্রকাশ চন্দ্র এ তথ্য
নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘তীব্র জ্বর নিয়ে মেয়র হাসপাতালে ভর্তি হন। এ সময় তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। তখন তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রি ফারেনহাইট। আর ‘আগেই থেকে হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী
ছিলেন তিনি। এ ছাড়া গত বছর তার পোস্টেট গ্লান্ডে অপারেশন হয়েছিল। তাকে ভর্তির পর প্রথমে আমরা ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দিচ্ছিলাম। পরে তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন বলেও নিশ্চিত করেন তিনি। চিকিৎসা দেয়ার পর মেয়রের জ্বর কমেছে দাবি করে তিনি আরো জানান, ‘যেহেতু তিনি একাধিক রোগেআক্রান্ত তাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রত্যেক ডিপার্টমেন্টের একজন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’ সর্বশেষ মেয়র হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভিড় করেছেন নেতাকর্মীরা।হাসপাতালে মেয়র সঙ্গে আছেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।এদিকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। অনুরূপভাবে খুলনা সিটি মেয়রের আশু সুস্থ্যতা কামনা করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নিয়ামুল হোসেন কচি, কোষাধক্ষ্য দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতি সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও জাহিদুল ইসলাম প্রমুখ।
রিমন//দৈনিক দেশতথ্য//৭ মে-২০২২

Discussion about this post