মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনের জন্য আজ সোমবার (২৫ এপ্রিল) খুলে দেওয়া হলো মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা এলাকায় প্রায় ৩০০শ মিটার ফ্লাইঅভার। ফ্লাইঅভারটি খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপর দিয়ে চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন। ফ্লাইাভারের উপর উপর দিয়ে নির্বিগ্নে যানবাহন চলাচল করতে পেরে তারা খুঁশি। দুপুরে ফিতা কেটে ফ্লাইঅভারটির যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ সময় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এস কে এস মনির হোসেন পাঠান, সাসেক-১ এর প্রকল্প পরিচালক মো. ইসহাক, অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরে আলম, প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার ও টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্ধোধনের পর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এস কে এস মনির হোসেন পাঠান, সাসেক-১ এর প্রকল্প পরিচালক মো. ইসহাক এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরে আলম বলেন, গোড়াই শিল্পাঞ্চলের ফ্লাইঅভারটির নির্মান কাজ পুরোপুরি শেষ হতে আরও কিছু দিন সময় লাগবে। কিন্ত ঈদে এখানে দুই পাশে ভয়াবহ যানজটের কারন রয়েছে। তাই ঈদের আগে সাময়িক ভাবে ফ্লাইঅভারটি খুলে দেওয়া হলো। আশা করা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে যানজট হবে না।

Discussion about this post